বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে: নুর

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে: নুর
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে। 

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি।

নুর বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নামে ড. ইউনূস তিনটি দলকে বিশেষ ক্যাটাগরিতে স্থান দিয়ে ছোট দলগুলোকে প্রতারণার শিকার করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির কয়েকজন ছাত্রনেতা ছাড়া পুরো ছাত্র সমাজকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। পাশাপাশি নুর তুলে ধরেন, ডিজিটাল মবের চাপের কারণে এখন সঠিকভাবে কথা বলা ও অবস্থান প্রকাশ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

এদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না।’

তিনি অভিযোগ করেন, নোট অব ডিসেন্ট কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে ঐকমত্য কমিশনকে।

সাকি সতর্ক করে বলেন, 'কেউ যদি জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে তা রাজনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি করতে পারে। এই মুহূর্তে জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার সুযোগ নেই, বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল ও ঘোলাটে হয়ে যাবে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ