ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মানবতার সেবা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে এবং সমাজে শান্তি স্থাপন করতে। ইসলামের আলোকে সমাজে সঠিক দিকনির্দেশনা প্রদান করা সম্ভব হয় মূলত ইমাম ও খতিবদের মাধ্যমে। তিনি বলেন, তাঁরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান ও নেতৃত্বদায়ী ব্যক্তি। তাঁদের নেতৃত্ব ও প্রভাবের মাধ্যমেই সমাজে আলোর বিস্তার ঘটে—যা অনেক সময় একজন রাজনীতিবিদের পক্ষে সম্ভব হয় না।
বুধবার (২৯ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ইমামরা সমাজের প্রজ্ঞাবান ও জ্ঞানী ব্যক্তি। সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তারাই আলো দেখান। আপনারা সমাজে অত্যন্ত সম্মানিত। গত কয়েক বছরে আপনারা বাধার মুখে পড়েছেন, আঘাতও পেয়েছেন, ফলে আলো ছড়াতে পারেননি। সেই সময় আমরা রাজনৈতিক দলগুলোও বঞ্চিত ছিলাম। তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে নেমেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে ভূমিকা নিয়েছি।’
তিনি বলেন, আমরা রাজনৈতিক দল, একেকজন একেক আদর্শের অনুসারী। কিন্তু দেশের গণতন্ত্র, দেশের জন্য, সমাজের জন্য সর্বশেষ শেষ বেলায় দিনের শেষে আমাদেরকে সেই ঐক্যটাকে সুদৃঢ় ঐক্যের মধ্যেই রাখতে হবে। কেননা আমাদের উদ্দেশ্য এক, সুন্দর একটা বাংলাদেশ গড়া।
তিনি আরো বলেন, ‘এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়েছে। এ সময়টি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার জন্য নিজেদের নীতি-নৈতিকতা যেন অবক্ষয় না হয়। মাদকমুক্ত সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। মাদক আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে যায় পুরো দেশে মনে হয় মাদক একটা এজেন্সি দিয়ে কাজ করছে।
সদ্য সংবাদ/এসএইচ



























