বিলাইছড়ি থেকে দেশি চোলাই মদসহ আটক ১
রাঙ্গামাটির বিলাইছড়ি থানা পুলিশ ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এসআই (নি:) ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত কালো প্রিয় চাকমা (৪৭) বিলাইছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধুপশীল পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বিলাইছড়ি সদরস্থ নলছড়ি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, অভিযানে মোট ৯০টি ২৫০ মিলিলিটার বোতলে ২২.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর কালো প্রিয় চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ ২৭/১০/২০২৫) রুজু করা হয়। আজ সকালেই তাকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মো: নাজমুল হোসেন ইমন/এমটি



























