বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ঐকমত্য কমিশন ঐক্য নয়, অনৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ
‘দেশকে এগিয়ে নিতে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকারকে তুলে ধরুন’
আ.লীগকে নির্বাচন ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়: নাহিদ ইসলাম
হাসিনা ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী কবির রিজভী
দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
সংসদ নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
ট্রাম্পের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২৮ অক্টোবর ২০২৫

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রাথমিকভাবে অসঙ্গতির প্রমাণ পেয়েছে কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং নথিপত্র পর্যালোচনা করেন।

অভিযান চলাকালে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত একাধিক চিকিৎসক ও স্টাফ নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন না। এছাড়া হাসপাতালের খাবার সরবরাহে নিয়ম লঙ্ঘন, নিম্নমানের খাদ্য পরিবেশন এবং অন্যের লাইসেন্স ব্যবহার করে চুক্তি বাস্তবায়নের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

নতুন নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনে ফাটল ও অব্যবস্থাপনার চিত্রও নজরে আসে। দুদক কর্মকর্তারা এসব তথ্য ও প্রমাণ সংগ্রহ করে পরবর্তী আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি সম্পদ অবহেলায় নষ্ট হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব অনিয়মের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ মো. নাজমুল হোসেন ইমন

সর্বশেষ