দেশে ডেকোরেটিভ বা সাজসজ্জার রঙে ‘বিষ’, মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাংলাদেশে ডেকোরেটিভ বা সাজসজ্জার কাজে ব্যবহৃত অনেক রঙে সর্বোচ্চ ১,৯০,০০০ পিপিএম সিসা পাওয়া গেছে, যেখানে জাতীয় আইন অনুযায়ী নিরাপদ সীমা মাত্র ৯০ পিপিএম। মঙ্গলবার (২৮ অক্টোবর) এসডো (Environment & Social Development Organization) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, ১৬১টি নমুনার মধ্যে ৯৩টি রং (৫৭.৮%) নিরাপদ সীমার মধ্যে ছিল, তবে ৬৮টি রং (৪২.২%) সীমা অতিক্রম করেছে। এর মধ্যে ২৬.২% নমুনায় ১,০০০ পিপিএম-এর বেশি, এবং ৩.১% নমুনায় ৫০,০০০ পিপিএম-এরও বেশি সিসা পাওয়া গেছে। বিপজ্জনক রংগুলো মূলত ক্ষুদ্র, অনিবন্ধিত বা লেবেলবিহীন উৎপাদকদের, যারা বাজারের ১০–১৫% দখল করে।
এসডোর চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সব ধরনের রং থেকে সিসা নির্মূলের দাবি জানান। অবসরপ্রাপ্ত সচিব মো. মাহবুব কবির মিলন বলেন, আমদানি নীতিতে ‘লেড ফ্রি’ শর্ত অন্তর্ভুক্ত করতে হবে এবং নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করতে হবে।



























