বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ঐকমত্য কমিশন ঐক্য নয়, অনৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ
‘দেশকে এগিয়ে নিতে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকারকে তুলে ধরুন’
আ.লীগকে নির্বাচন ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়: নাহিদ ইসলাম
হাসিনা ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী কবির রিজভী
দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
সংসদ নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
নিজেই সাজিয়েছেন নিজের অপহরণের নাটক: জিএমপি
ট্রাম্পের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৫৪, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৩০-৪০ বছর আগের মিথ্যা মামলার বিচার করে যদি কারও ফাঁসি দেওয়া যায়, তাহলে ২০ বছর আগের বাস্তব হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের বিচার কেন করা হবে না?’ তিনি বলেন, ১৪ দলের নেতাদের বিচার আইনের আওতায় আনতে হবে এবং পল্টন ট্র্যাজেডির মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে তদন্তের জন্য ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচার’ দাবিতে আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ছিল দেশের ইতিহাসে এক নৃশংস ও ভয়াবহ অধ্যায়। সেদিনের নিষ্ঠুর হামলায় সারা দেশ স্তম্ভিত হয়েছিল। সেই ঘটনার বিচার না হওয়ায় আজও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।’

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শুনছি, দিল্লি থেকে খুনি হাসিনা নির্দেশ দিচ্ছেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানাতে হবে। তাদের বিচারের মুখোমুখি করা সময়ের দাবি।’

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশ ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, যাতে জনগণের মতামত স্পষ্ট হয়।’

তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরের একটি মহল জুলাই সনদকে অকার্যকর করতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। ‘এটি জনআকাঙ্ক্ষা বিরোধী এবং রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে,’ বলেন গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, ‘যাঁরা ২৮ অক্টোবর প্রাণ দিয়েছেন, আমরা তাঁদের শাহাদাত কামনা করছি। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করছি।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।

সর্বশেষ