দাবি না মানলে আন্দোলন তীব্র হবে: সমাবেশে ইসলামী ৮ দল
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল। দাবি আদায়ে সমাবেশের পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পল্টন মোড়ে এই সমাবেশ পালন করে ইসলামী ৮টি দল। সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।