পল্টনে জামায়াতসহ আট দলের গণসমাবেশ দুপুরে
রাজধানীর পল্টনে আজ মঙ্গলবার দুপুরে গণসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি দল। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সমাবেশ আহ্বানকারী আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।