রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:২৩, ৮ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াত আমির

আসন্ন জাতীয় নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র শুক্রবার ইসলামী ছাত্রশিবির আয়োজিত সংবর্ধনা সভায় চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী নেতাদের সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান অংশ নেন।

শফিকুর রহমান বক্তৃতায় বলেন, “আগামী নির্বাচনের ফলাফল ডাকসু, জাকসু, রাকসুর মতো হবে। তরুণরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে; আমরা পেছন থেকে শক্তি জোগাব।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, জ্ঞানচর্চা ও সততার পরীক্ষাে শতভাগ উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে।

স্লোগান ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। শফিকুর রহমান বলেন, “তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে।”

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ও কার্যনির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ থাকলেও ছাত্রদলের কোনো নেতা উপস্থিত হননি।