গণভোটেই শান্তির পথ প্রশস্ত হবে: গোলাম পরওয়ার
যত দ্রুত গণভোট অনুষ্ঠিত হবে, তত দ্রুতই শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত হবে বলের মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, 'যাদের জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে, তাদের আর জাতীয় রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আওয়ামী ফ্যাসিবাদের হুমকি-ধামকি জনগণ রাজপথে নেমে প্রতিহত করেছে।'
তিনি আরও বলেন, 'দেশের বিভিন্ন স্থানে আটদলীয় জোটের নেতাকর্মীরা নাশকতা প্রতিরোধে রাজপথে সক্রিয় রয়েছে। রাজধানীর ১৪টি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা সংগঠিতভাবে অবস্থান নিয়েছে, যাতে আওয়ামী নাশকতা থেকে জনগণকে সুরক্ষিত রাখা যায়।'
জামায়াত সেক্রেটারি জেনারেল দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়ে বলেন, 'গণভোটে বিলম্ব হলে দেশবিরোধী চক্রান্তকারীরা অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পাবে।'
শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে গোলাম পরওয়ার বলেন, 'জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হবে। এজন্য উদার মনোভাব ও আন্দোলনের চেতনায় দৃঢ় থাকা জরুরি।'
তিনি আরও বলেন, 'জামায়াত মনে করে, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।'
সদ্য সংবাদ/এমটি



























