রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৭, ১১ নভেম্বর ২০২৫

পল্টনে জামায়াতসহ আট দলের গণসমাবেশ দুপুরে

পল্টনে জামায়াতসহ আট দলের গণসমাবেশ দুপুরে
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে আজ মঙ্গলবার দুপুরে গণসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি দল। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সমাবেশ আহ্বানকারী আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আট দলের নেতাদের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আগামীকাল হাজার নয়, লাখ লাখ মানুষের উপস্থিতি হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানী ও আশপাশের এলাকার জনগণ এতে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইলে দেশব্যাপী সমাবেশের ডাক দিতে পারতাম। তবে আপাতত রাজধানী ও আশপাশের এলাকার মানুষ নিয়েই এই সমাবেশ হবে। এতে যদি সরকার জনগণের বার্তা বুঝতে পারে, তাহলে আমরা মনে করি, এখান থেকেই গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, 'এটি কোনো রাজনৈতিক জোট নয়, বরং চলমান আন্দোলনের একটি প্ল্যাটফর্ম। আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে এখন পঞ্চম পর্ব চলছে। আমরা জনগণের মৌলিক দাবি নিয়েই মাঠে আছি।’

বিএনপি ইস্যুতে তিনি বলেন, ‘বিএনপি বলেছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরা বলছি, তারা আমাদের ডাকলে আমরা সাড়া দেব। আলোচনা ও আন্দোলন, দুই ধারাতেই আমরা চালিয়ে যাব।’

ঐকমত্য কমিশন ও গণভোট প্রসঙ্গে হামিদুর রহমান বলেন, ‘আলোচনা ভেস্তে যায়নি। একটি চার্টার স্বাক্ষরিত হয়েছে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু মতভেদ আছে। আর গণভোট তো সংবিধানেই ছিল, ফ্যাসিস্টরা তা বাদ দিয়েছে। যারা এখন বলছেন সংবিধানে গণভোট নেই, তারা মূলত ফ্যাসিস্টদের কাজকে সমর্থন করছেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা। তাহলে কি ২০২৬ সালে নির্বাচন হবে? বর্তমান সরকারও সংবিধান অনুযায়ী ক্ষমতায় আসেনি।’

সদ্য সংবাদ/এমটি