রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। সেটা নিয়ে আমরা নিজেরা বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, 'জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে।'

এর আগে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং নির্বাচন হবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।'

সদ্য সংবাদ/এমটি