ডাকসুর আমন্ত্রণে ঢাবিতে রুহুল কবির রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) আয়োজনে ‘লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান: ২৮ অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। এ সময় ডাকসুর নেতৃবৃন্দর তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
এছাড়া সভায় উপস্থিত রয়েছেন ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) অধ্যাপক ড. আতাউর রহমান খান, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের দলীয় মূখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুর রহমান।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ সহ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ২৮ অক্টোবরের সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।
সদ্য সংবাদ/এসএইচ



























