ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডাকসুর প্যানেল নিয়ে!
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়েই এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশনের সদস্যরা জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহেই শেষ হবে। এরপর তফসিল নিয়ে আলোচনা ও তা ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।