জামালপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
জামালপুরে তিস্তা , ব্রক্ষপুত্র , জামালপুর এবং বিজয় এক্সপ্রেসসহ সকল আন্ত: নগর ট্রেনের যাত্রা বিরতি ও ২ নং প্লাটফর্ম স্থাপন, যাত্রী ছাউনী বর্ধিতকরণ এবং বিশ্রামাগার ভিআইপি করণ এর দাবীতে নরুন্দি স্টেশনে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় এলাকাবাসীর আয়োজনে এ মানব বন্ধন করা হয়। মানববন্ধন চলাকালীন সময় কম্পিউটার এবং তিস্তা এক্সপ্রেস ট্রেন দুটি কিছুক্ষণ আটকা পড়ে ।
নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন এর সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক,সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক,নরুন্দি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কাজী মঞ্জুর মোর্শেদ, নরুন্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন হাসান, নরুন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সমাজ সেবক কেরামত আলী,আন্দুল মজিদ মেম্বার, নজরুল ইসলাম, নয়নুজ্জামান রুনু, আকরাম হোসেন, মজিবর রহমান ফারুক সহ নরুন্দি স্কুল এন্ড কলেজ,জিন্নত মহিলা ডিগ্রী কলেজ, নরুন্দি ফয়িজিয়া মাদ্রাসা, আবিদাতুন মহিলা মাদ্রাসা, আলি আল সাবাহ কওমী মাদ্রাসা, নরুন্দি সৈয়দা নাজিবা বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীরা সহ নানা পেশাজীবির প্রায় ৫ সহস্রাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের দাবী দাওয়া মেনে নেওয়ার জন্য অনুরোধ জানান। তাদের দাবী মেনে না নিলে তারা অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিবে বলেও জানান।
ফারিয়াজ ফাহিম /এসএইচ



























