শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

জামালপুর

জামালপুর

জামালপুরে দলীয় মনোনয়ন বঞ্চিত  হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ

জামালপুরে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ

জামালপুরে-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও ঢাকা থেকে হেলিকপ্টারে জামালপুর এসে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবাজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবাজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না@মোনাফ এর মজনু মিয়া(২৫), রান্ধনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মো: আবুল কাশেম এর ছেলে মো: মমিন মিয়া(৪০), ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মো: ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি’

‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি’

একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, ‘আমি ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, নদীভাঙন রোধ, মসজিদ–মন্দির সংস্কার এবং অসহায়–দুস্থ মানুষের আর্থিক সহায়তায় বিভিন্ন দপ্তর থেকে অনুদান এনেছি।’ তিনি আরও বলেন, ‘মানুষ আমার এসব কাজ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তারা আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে দেখতে চায়। মানুষের প্রত্যাশা পূরণেই আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।’

আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামীণ মানুষের সেবায় জামালপুরের শেখেরভিটায় উদ্বোধন করা হয়েছে আল মাসুম জেনারেল হাসপাতাল। শনিবার (১ নভেম্বর) মাগরিবের নামাজের পর শেখেরভিটায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে শেখেরভিটাবাসীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম, পরিচালক আকরামুল ইসলাম, এবং শেখেরভিটা এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম বলেন, ‘গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’