কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়
শরতের আগমনী বার্তা নিয়ে সাদা কাশফুলে সেজেছে জামালপুরের ব্রহ্মপুত্র নদীর পাড়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ আর পথচারীরা। চারদিকে দোলা দিচ্ছে সাদা কাশফুল, যেন সাদা মেঘের সারি নেমে এসেছে নদীর তীরে। নীরব বাতাসে কাশফুলের দোলায় সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। শরতের এই কাশবন শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, স্থানীয় ফটোগ্রাফার ও তরুণ-তরুণীদেরও টেনে নিচ্ছে।