জামালপুরে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ
জামালপুরে-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও ঢাকা থেকে হেলিকপ্টারে এসে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
সাদিকুর রহমান বলেন, ‘৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হয়নি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।’
তিনি বলেন, 'গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।'
এ সময় সাদিকুর রহমান শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলেও আশা ব্যাক্ত করেন তিনি।
ফারিয়াজ ফাহিম/এমটি



























