জামালপুরে ধর্মঘটে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল
ইজিবাইক এবং অটোরিকশার আকস্মিক ধর্মঘট ঘোষণায় পরিক্ষার্থীদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল। কলেজ ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী বাইক নিয়ে শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসে। তারা শহরের বিভিন্ন জায়গা থেকে আশেক মাহমুদ কলেজ এবং সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেয়।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত তারা এ কার্যক্রম পরিচালনা করে।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। রবিবার (২ নভেম্বর) দুপুর ১টায় পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শনিবার রাতেই এই সিদ্ধান্ত নেয় সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন বলেন, 'গত সপ্তাহে ইজিবাইক দুর্ঘটনায় কলেজের দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার পর ইজিবাইক এবং অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ব্যবস্হাপনা নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। এরপর ইজিবাইক চালকরা পাল্টা কর্মসূচি হিসেবে আজ সকাল থেকে ধর্মঘটের ঘোষণা দেয়। রাতে ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে চেষ্টা করেও না পেয়ে রাতেই জরুরি মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নেই।'
আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, 'একটি পিকআপ ভ্যান নিজ খরচে দিয়েছি এবং নিজে বাইক নিয়ে শিক্ষার্থীদের সাহায্য করেছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছাত্রদল সবসময়ই পাশে ছিলো, ভবিষ্যতেও পাশে থাকবে।
এদিকে, এমন উদ্যোগের জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রশংসা কুড়াচ্ছে জেলা ছাত্রদল। ভবিষ্যতে যেকোনো বিপদে এভাবেই পাশে দেখতে চাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের।
ফারিয়াজ ফাহিম/এমটি



























