রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ছাত্রদল

ছাত্রদল

রাজধানীতে ২ ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ২ ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুই ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনের মরদেহ গুলশান লেকের পাশে এবং অন্যজনের মরদেহ মোহাম্মদপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রথম ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) রাতে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ প্রান্তে লেকের পাশে। সেখানে সৌরভ হোসেন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সৌরভ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। তিনি সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নজরুল ভাষ্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা জোবায়েদ হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টা নাগাদ থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ষা-মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জুবায়েদ

বর্ষা-মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জুবায়েদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমের টানাপোড়নেই খুন হয়েছেন জুবায়েদ। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানকে কেন্দ্র করেই ঘটেছে এই হত্যাকাণ্ড। সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। ওসি রফিকুল ইসলাম বলেন, `প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী বর্ষা জানিয়েছেন, তার সঙ্গে মাহির রহমানের দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বুরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। ছোটবেলা থেকেই তাদের পরিচয় ও সম্পর্ক।`