ছাত্রলীগের নেতাকর্মীকে পুলিশে দিলে ছাত্রশিবির তাদের ছাড়িয়ে আনে: নাছির উদ্দিন
ছাত্রলীগের অনেক সদস্য বর্তমানে শিবিরের পদে থেকে দায়িত্ব পালন করছেন, এমন অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মরণ সভা’য় তিনি এসব কথা বলেন। নাছির উদ্দিন বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী পুলিশের হাতে আটক হলে ছাত্রশিবির তাদের ছাড়িয়ে আনে।