বর্ষা-মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জুবায়েদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমের টানাপোড়নেই খুন হয়েছেন জুবায়েদ। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানকে কেন্দ্র করেই ঘটেছে এই হত্যাকাণ্ড। সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। ওসি রফিকুল ইসলাম বলেন, `প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী বর্ষা জানিয়েছেন, তার সঙ্গে মাহির রহমানের দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বুরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। ছোটবেলা থেকেই তাদের পরিচয় ও সম্পর্ক।`