ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদকে গলা কেটে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর ক্যাম্পাসের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের 'আমার ভাই কবরেই, খুনি কেন বাহিরে?', 'জুবায়েদ হত্যার ফাঁসি চাই', 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দাও', 'শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না', 'রশি লাগলে রশি নাও, খুনিদের ফাঁসি দাও' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ইবি ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা আমরা জানতে চাই। ইন্টেরিম সরকারকে বলতে চাই, জুবায়েদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, খুনিদের এখনও ধরা হয়নি। আমরা এই সরকার ও প্রশাসনকে আর বেশি সময় দেবো না; দ্রুত সাজিদ ও জুবায়েদ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের ফাঁসি দিতে হবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা জুলাই পরবর্তী একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু এর পরিবর্তে একের পর এক ছাত্রদল নেতাকে হত্যা করা হচ্ছে। ছাত্রদল নেতা সাম্যকে হত্যার পর আজ জবিতে ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। ইবি ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জুবায়েদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। অন্যথায় আমরা শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। ইবি প্রশাসন যদি বিচার করতে না পারে, তাদের ক্যাম্পাসের আম বাগান বা মেইন গেটের বাইরে অফিস করতে হবে। কোন জুজুর ভয়ে খুনিদের এখনো গ্রেফতার করা হচ্ছে নাএটি ইবির ১৮ হাজার শিক্ষার্থী জানতে চায়। আমি ভয় পাচ্ছি, কখন কোন হলে লাশ পাওয়া যাবে। হলে পূর্ণ নিরাপত্তা দেওয়া জরুরি।’
সদ্য সংবাদ/ এস.এম. শাহরীয়ার স্বাধীন



























