মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে না বিএনপি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি বা বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে জনগণের ভোট আদায় বিএনপির রাজনীতির অংশ নয়। তিনি দাবি করেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না, অথচ একটি দল নিজ ধর্মকে খাটো করে বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, যারা গণহত্যা চালিয়েছে তারা পালিয়ে গেছে। তারা ব্যাংক, বীমা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেশকে লুটপাটের মাধ্যমে পঙ্গু করতে চেয়েছিল। তাদের পুরোপুরি চলে গেছে মনে করা ভুল হবে—তারা এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘যাদের নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই, তারাই এখন নির্বাচন প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির জয় সুনিশ্চিত জেনে কয়েকটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসনের উত্থান হতে দেওয়া হবে না।’



























