শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০২:৪৯, ২৫ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ হচ্ছে ‘ভারতীয় রাজাকার’: সাঈদী পুত্র শামীম

আওয়ামী লীগ হচ্ছে ‘ভারতীয় রাজাকার’: সাঈদী পুত্র শামীম
ছবি: সংগৃহীত

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ প্রার্থী শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা ও বাড়ি ভারতের সঙ্গে সংযুক্ত — তাদের তিনি ‘ভারতীয় রাজাকার’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকালেই ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

শামীম সাঈদী দাবি করেন, জামায়াতে ইসলামির কোনো নেতা পাকিস্তান বা ভারতের সঙ্গে সম্পৃক্ত নয়; তাদের নিকট বিদেশে ব্যবসা-বাড়ি নেই এবং তারা কোনোভাবে পালাই করে না। তিনি বলেন, দেশে এখন ওই অন্ধকার দূর হয়ে যাচ্ছে এবং দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

সমাবেশে শামীম সাঈদী আরও বলেন, আগামী নির্বাচনে দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষার লড়াই হবে। তরুণ সমাজ এখন ঐক্যবদ্ধ হয়ে উঠেছে—ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই চেতনা ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে বলে তিনি জানান। তিনি সবার প্রতি আহ্বান জানান — স্থানীয় পর্যায়ে শক্তসমর্থ সমর্থন গড়ে তুলতে এবং জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিতে।

সমাবেশে উপস্থিত ছিলেন: ফেনী-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ছাগলনাইয়া উপজেলা ও পৌর পর্যায়ের জামায়াত নেতা ও প্রার্থীগণ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসেন এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

শামীম সাঈদী ব্যক্তিগতভাবে তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবনী ও ত্যাগকে স্মরণ করে বলেন, তার পিতা কুরআনের আহ্বানকে কেন্দ্র করে মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং অতীতে নির্যাতনের শিকার হয়েছেন—এ কারণেই তার হত্যার প্রতিশোধ নেয়ার সময় এসেছে, এমন মন্তব্যও তিনি করেন।

সর্বশেষ