রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৫৩, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে ২ ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ২ ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক ঘটনায় দুই ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। একজনের মরদেহ গুলশান লেকের পাশে এবং অন্যজনের মরদেহ মোহাম্মদপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) রাতে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ প্রান্তে লেকের পাশে। সেখানে সৌরভ হোসেন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সৌরভ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। তিনি সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূর্য্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন বলেন, “সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে রুবেল নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গুলশান লেকে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন।”

রাজনৈতিক কারণ নিয়ে প্রশ্নে কাওসার বলেন, “রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। তবে ঘটনাস্থলে সিসিটিভি আছে, তদন্তে প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে।”
নিহতের ভগ্নিপতি মাসুম বিল্লাহ জানান, “আমরা থানায় আছি, হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত অপরাধীদের ধরবে বলে আশা করছি।”

অন্যদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। সকাল ১০টার পর রুমমেটরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, “নিহতের গলায় ফাঁসের দাগ এবং হাতে রশি দিয়ে বাঁধার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, সাব্বিরের রুমমেটদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ