শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:২৬, ২০ অক্টোবর ২০২৫

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: সদ্য সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নজরুল ভাষ্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা জোবায়েদ হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

মিছিলে নেতাকর্মীরা 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে', 'জোবায়েদ হত্যার বিচার চাই', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়' সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।

মিছিল শেষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, 'আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আর এমন নৃশংসতা দেখব না। কিন্তু একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। জোবায়েদ শুধু ছাত্রদলের কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী ও প্রাণবন্ত ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

প্রসঙ্গত, শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার একটি ভবনের সিড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি পুরান ঢাকার আরমানিটোলায় 'রৌশান ভিলা' নামের একটি বাসায় এক শিক্ষার্থীকে পড়াতে যেতেন। ওই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাসার নিচ থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায় এবং তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।

উল্লেখ্য, জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

মোঃ শাহিদুল ইসলাম সবুজ/এমটি