গোসাইরহাটে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান
শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের আয়োজনে পুলিশের মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলন বিরোধী বিশেষ অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোসাইরহাট থানা পুলিশের আয়োজনে উপজেলার নলমূড়ি ইউনিয়ন এলাকায় গাড়ি বহর নিয়ে ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দের নিয়ে ‘মাদক, জুয়া এবং অবৈধ বালু উত্তোলন’ বিরোধী বিভিন্ন সভা ও পথসভা করেছে।
এই ধরনের কর্মসূচির লক্ষ্য হলো এই অবৈধ কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবার তথ্য দিয়ে সহায়তা করা, যাতে এই অবৈধ কাজের কার্যকর পদক্ষেপ নিতে পারেন পুলিশ।
সম্প্রতি গোসাইরহাট উপজেলার, নলমূড়ি ইউনিয়নের অন্তর্গত হাটুরিয়া বাজারের সামনে মাদক, জুয়া, অবৈধ বালু উত্তোলন বিরোধী সচেতনামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট ডিবির অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, এসআই ননি গোপাল, আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দসহ প্রমূখ।
সদ্য সংবাদ/এসএইচ



























