প্রতারণার মাধ্যমে ব্যাবসা পরিচালনা, গ্রেফতার ১
সংঘবদ্ধ প্রতারণার মাধ্যমে নিজেদের গার্মেন্টস এক্সেসরিজ বিক্রি করার জন্য অন্য ব্যবসায়ীর সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণাকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার ( ২৩অক্টোবর ) ভোর রাতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেন জসীম উদ্দিন খান বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) সিআইডি।
জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আতিকুল্লাহ (৪৮), তিনি মিরপুর, বড়বাগ এলাকার মৃত শামছুল হকের ছেলে।
মামলার তদন্তে জানা যায়, ভুক্তভোগী গার্মেন্টস ব্যবসায়ীকে প্রায় ৫ বছর আগে গ্রেফতারকৃত মো. আতিকুল্লাহসহ প্রতারক চক্রের সদস্যরা কিছু পোশাক তৈরি করতে অনুরোধ করে। তারা চুক্তিতে মাস্টার এলসি প্রদানের শর্ত দেন এবং ভিক্টিমকে নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে এক্সেসরিজ ক্রয় করতে বাধ্য করে। ভুক্তভোগী ব্যবসায়ী নিজের ব্যবসা রক্ষার জন্য এই শর্ত মেনে নিজ অর্থে এক্সেসরিজ কিনে পোশাক তৈরি করেন।
আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. আতিকুল্লাহ (৪৮) ও তার চক্র বাদীর কাছ থেকে পোশাক অর্ডার নিয়ে নিজস্ব নির্ধারিত বিক্রেতাদের কাছ থেকে নিম্নমানের এক্সেসরিজ ও কাপড় সংগ্রহ করে অর্থনৈতিক লাভ অর্জন করে। এতে বাদী পোশাক ডেলিভারি না পেয়ে ২ কোটি ৪০ লাখ ৪৫৪ মার্কিন ডলার (২ কোটি ৪০ লক্ষ টাকার বেশি) ক্ষতির মুখে পড়ে এবং প্রতারণার অভিযোগে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
মামলা সংক্রান্তে ইতোপূর্বে মোট ৩ জনকে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দকৃতদের ১ জন বিজ্ঞ আদালতে নিজ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উক্ত গ্রেফতারকৃত অভিযুক্ত মো. আতিকুল্লাহ (৪৮)সহ পরস্পর যোগসাজশে করে নিজেদের ব্যাংক হিসাবে বাদীর কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএইচ



























