চাঁদাবাজি মামলায় ৮ বছরের কারাদণ্ড মাইকেল চাকমার
ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ তাওহিদুল হক এই রায় দেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ আদালত তার বিরুদ্ধে এ রায় দেন। একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজির মামলায় এ দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
সূত্র জানায়, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে।



























