বগুড়ায় আধিপত্য বিস্তারের জেরে ৩ জনকে কুপিয়ে জখম, ৬ টি বাড়িতে আগুন
বগুড়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এর জেরে বিকেলে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের ২০ নম্বর ওয়ার্ডের গণকবর এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে প্রতিপক্ষরা উত্তর চালোপাড়া এলাকায় হামলা চালিয়ে পাঁচ থেকে ছয়টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার চুন্নু ও তার ভাই করুলের সাথে এলাকার আধিপত্য একই এলাকার ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি আাসাদুর রহমান রাহুলের সাথে বিরোধ চলে আসছিল। চুন্নু ও করুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দুই ভাইয়ের নামে থানায় মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। রাহুল তাদেরকে মাদক ব্যবসা বন্ধ করার জন্য নিষেধ করে। তারা মাদক ব্যবসা বন্ধ না করায় রাহুল গ্রুপ তাদের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় গতকাল বৃহস্পতিবার দু'পক্ষের মধ্যে বাক'বিতন্ডা হয়। এক পর্যায়ে রাহুলের অনুসারীরা চুন্নু গ্রুপের সঞ্চয় নামে এক যুবককে ছুরিকাঘাত করে। সঞ্চয়ও মাদক বেচাকেনার সাথে যুক্ত।
এ খবর ছড়িয়ে পড়ায় দুপুর ২টার দিকে চুন্নুর লোকেরা রাহুলের অনুসারীদের খুঁজতে থাকে। এ সময় চুন্নুর প্রতিবেশি রবিন নামে এক যুবককে রাহুল গ্রুপ রাম দা দিয়ে কোপায়। গুরুতর আহত রবিনকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিখে এলাকায় খবর আসে রবিন মারা গেছেন। এ খবরে চুন্নুর লোকেরা রাহুলের এলাকায় গিয়ে ৬টি বাড়ীঘর ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এ সময় চুন্নুর পক্ষের পান্ডে নামে একজন আহত হয।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মো: রায়হান বলেন, 'বাড়িঘর ভাংচুর ও আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কি কারনে এ ঘটনা ঘটলো তা এখনও জানতে পারিনি। বিষয়টি তদন্ত চলছে। এখনও কোন পক্ষ লিখিত কোন অভিযোগ করেনি।'
সদ্য সংবাদ/এমটি



























