শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২৪ অক্টোবর ২০২৫

ভারতে ভয়াবহ বাস–বাইক সংঘর্ষে আগুন, নিহত অন্তত ২০

ভারতে ভয়াবহ বাস–বাইক সংঘর্ষে আগুন, নিহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে রাজ্যের কুরনুল জেলার জাতীয় মহাসড়ক- ৪৪ (National Highway: NH-44) এর চিন্নাটেকুরু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। এতে ভেতরে থাকা যাত্রীরা আর বের হতে পারেননি।

বাসটিতে তখন প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা ও জরুরি নির্গমন ভেঙে বের হতে সক্ষম হলেও বাকিদের বেশিরভাগই আগুনে পুড়ে বা দম বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ও উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে প্রশাসন। অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এদিকে, সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিবকে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হবে এবং নিহতদের পরিবারকে সরকার আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করবে।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বি. সি. জনার্দন রেড্ডি ও কে. আচনাউডুও এক বিবৃতিতে নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ