ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, হাসপাতালে মা ও মেয়ে
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায়। নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রুপা মনি দাস (১২)।