বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশে গত কয়েক দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত ছিল, ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। সোমবার ঢাকা শহরের কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে কমপক্ষে ৩১ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন শিক্ষক ও পাইলট রয়েছেন, মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদুর রহমান। তিনি জানান, দগ্ধ অবস্থায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।