জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪
জামালপুর সদরে কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছে শিশুসহ পাঁচজন যাত্রী। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে আদর্শ বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলি (২২)। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক এবং আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।