সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:১৮, ২৭ অক্টোবর ২০২৫

ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে বাদল মিয়া (৪০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি মাজারে জিয়ারত শেষে ভোরে বাসযোগে বাড়ি ফিরছিলেন বাদল মিয়াসহ যাত্রীরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বেজুড়া এলাকায় বাসটিকে সজোরে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পরে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ