দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ: এক দিনে আরও ৬ জনের মৃত্যু
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ প্রশমিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছেনা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন এবং দক্ষিণ সিটিতে ১৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরও ১৭১ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, খুলনায় ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ৯৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলমান আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণও বাড়ছে। তারা নগরবাসীকে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।
সদ্য সংবাদ/এমটি



























