মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৫, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৫৩, ২৭ অক্টোবর ২০২৫

রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নীচ খানপুর চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল জানান, আহতদের মধ্যে মুনতাজ মণ্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)-এর অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন একই গ্রামের আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬)।

স্থানীয় সূত্র জানায়, সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে আমান, মুনতাজ, নাজমুল ও রাবিক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আমান মণ্ডল মারা যান, আর রাজশাহী নেওয়ার পথে মারা যান নাজমুল মণ্ডল।

ডা. নিহার চন্দ্র মণ্ডল বলেন, মুনতাজের শরীরে শতাধিক, রাবিকের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে ৩৫ এবং আমানের মাথাসহ শরীরের পাঁচ স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলির ক্ষত দেখে ধারণা করা হচ্ছে, এগুলো পিস্তল ও রাবার বুলেটের গুলি হতে পারে।

নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’ চরাঞ্চলে জমির দখল নিতে এ হামলা চালিয়েছে।

নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান, ‘আমরা খড় কাটছিলাম। এসময় কাকন বাহিনীর লোকজন অস্ত্র নিয়ে এসে আমাদের জমি দখলের চেষ্টা করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে দুজন মারা গেছেন।’

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।’