১৭ দিনের মান্থিয়া লড়ছে জীবনে ফিরতে
মাত্র ১৭ দিন বয়সী শিশু মান্থিয়া জন্মের পরই জটিল নিউনেটাল জন্ডিসসহ রক্তশূন্যতা, খিঁচুনি ও ডিহাইড্রেশনসহ মারাত্মক অবস্থায় পড়ে। দরিদ্র বাবা-মার কাছে হাসপাতালে ভর্তি করানোর টাকা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির দারিদ্র্য বিষয়টি জানার পর চট্টগ্রামের কিছু চিকিৎসক স্বেচ্ছায় এগিয়ে এসে তাকে উদ্ধার করেছেন।
শিশু বিশেষজ্ঞ ডা. গিয়াস উদ্দিন টিপু ও তাঁর সহকর্মীরা রাতের আঁধারে সীতাকুণ্ডের শীতলপুর থেকে মান্থিয়াকে নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, পরে বেসরকারি সাজিনাস হাসপাতালে ভর্তি করেছেন। ডা. টিপু জানান, শিশুর শরীরে মারাত্মক ইনফেকশন এবং রক্তশূন্যতা ছিল, বেঁচে থাকা তখন অসম্ভব মনে হচ্ছিল। চিকিৎসার জন্য নতুন রক্ত দেওয়া হয়েছে এবং বর্তমানে মান্থিয়া ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে।
বাবা মন্তু কুমার ত্রিপুরা বলেন, ‘আমার কাছে টাকা ছিল না, তাই বাচ্চাকে বাড়িতে রেখেছিলাম। ডা. টিপু আমাদের সন্তানকে বাঁচাতে হাসপাতালে ভর্তি করেছেন।’
ডা. তাহমিনা ফেরদৌস তন্নী জানান, মান্থিয়ার বেঁচে থাকা সত্যিই এক মিরাকল, এবং সকলের দোয়া প্রয়োজন। বর্তমানে শিশু সাজিনাস হাসপাতালে চিকিৎসাধীন।



























