ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শামীমকে তুলোধুলো লিটন দাসের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল বাজেভাবে হেরে যায়। বোলিংয়ে শুরুতে কিছু নিয়ন্ত্রণ দেখালেও শেষ ওভার পর্যন্ত তাসকিন-সাকিবরা রান খরচ করতে থাকেন। ব্যাটিংয়ে দল বিপর্যস্ত হয়, যেখানে শামীম পাটোয়ারীর দায়িত্বহীন শটগুলো সহজেই উইকেট হারানোর কারণ হয়। এর ফলে সহজ ম্যাচে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস শামীমের সমালোচনা করেন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে খুব বেশি উইকেট হারিয়েছি। শামীমের ব্যাটিং আমাকে হতাশ করেছে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না, দায়িত্ব নিতে হবে।’
প্রতিপক্ষের ব্যাটিং নিয়ে লিটন জানান, প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব্যাট করেছে। ‘যদি কিছু উইকেট দ্রুত তুলে নিতাম, তারা চাপের মধ্যে পড়ত। ১৯তম ওভারের আগে আমরা ম্যাচে ছিলাম, এরপর রভম্যানের ব্যাটিং খেলায় ধাক্কা দিয়েছে। আমাদের স্লগ ওভারে ভালো করতে হবে।’
শেষ ওভার ছাড়া টাইগাররা বেশ ভালো বল করেছে, তবে ক্যাচের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে বাংলাদেশ ২ বল হাতে রেখে ১৪৯ রানে অলআউট হয়, ফলে ১৬ রানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবিয়ানরা।



























