ভারতে দুই নারী অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে শ্লীলতাহানি, অভিযুক্ত আকিল খান গ্রেফতার
ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন ওই দুই অজি ক্রিকেটার। এ সময় এক বাইক আরোহী তাদের দীর্ঘক্ষণ অনুসরণ করেন এবং পরে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে দ্রুত পালিয়ে যান।
ঘটনার পরপরই দুই ক্রিকেটার হোটেলে যোগাযোগ করলে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ নম্বর ধারায় মামলা দায়ের করে।
ইন্দোর পুলিশের সহকারী কমিশনার (এসিপি) হিমানি মিশ্র জানান, অভিযোগ পাওয়ার পর পাঁচটি থানার যৌথ টিম গঠন করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য, আকিলের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
অস্ট্রেলিয়া দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে।
সদ্য সংবাদ/এমটি



























