যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ৯৩ ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩২৪ জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনার ভিত্তিতে গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সাম্প্রতিক হামলায় রাফাহ শহরে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে এবং খান ইউনিসে একটি বেসামরিক গাড়িতে গোলাবর্ষণে দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া, দেইর আল-বালাহ অঞ্চলে ইসরায়েলি আর্টিলারি হামলায় দুই ফিলিস্তিনি ভাই নিহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, ওয়াশিংটন তেল আবিবকে উত্তেজনা না বাড়াতে এবং হামাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হামাস এখনো সব ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়নি।
অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা ইতিমধ্যে ২০ জন জীবিত এবং ৯ জন নিহত বন্দিকে হস্তান্তর করেছে। সংগঠনটির দাবি, আরও কিছু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং সেগুলো উদ্ধার করতে সময় ও সরঞ্জাম প্রয়োজন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এবং রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় গাজার মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। মধ্যস্থতাকারীরা যেখানে যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা আশা করেছিলেন, সেখানে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।



























