ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলকে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে গাজা নিয়ে শিগগিরই কোনো সমঝোতা সম্ভব হতে পারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, জাতিসংঘ সাধারণ পরিষদে বেঞ্জামিন নেতানিয়াহুরের ভাষণের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের আচরণে ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না; এটা কোনোভাবেই ঘটবে না’। তিনি জানান, তিনি নেতানিয়াহু ও অন্য মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং গাজা ইস্যুতে সমঝোতা প্রায় কাছাকাছি এসেছে; সম্ভবত শান্তিচুক্তিও হতে পারে।