নেতানিয়াহুসহ ৩৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করল তুরস্ক, ফিলিস্তিনের প্রশংসা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরসহ মোট ৩৭ জন ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুল প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।
রোববার (৯ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানায়।
ফিলিস্তিন এই পদক্ষেপকে “ন্যায়বিচারের বিজয়” হিসেবে স্বাগত জানিয়েছে। পাশাপাশি অন্যান্য দেশকেও আঙ্কারার এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে তারা।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়, “এই পদক্ষেপ তুরস্কের জনগণ ও নেতৃত্বের মহৎ অবস্থানকে নিশ্চিত করে, যা ন্যায়বিচার ও মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বের সব দেশ ও বিচার বিভাগকে আহ্বান জানাই— তারা যেন সর্বত্রই ইহুদিবাদী দখলদার নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।”
একইভাবে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কের এই সিদ্ধান্তকে “সাহসী ও ন্যায়বিচারনির্ভর পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “এই সাহসী আইনি পদক্ষেপ ন্যায়বিচারের নীতির বিজয় এবং স্বাধীন জাতি ও নেতাদের ইচ্ছার প্রতিফলন।”
এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট–এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল এখনও বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।



























