হিটলারের মতো পরিণত হবে নেতানিয়াহুর: এরদোয়ান
কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামলোচনা করে বলেছেন, ‘আদর্শগতভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো’। খবর বার্তা সংস্থা আনাদোলুর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কাতারের দোহা থেকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘হিটলার যেমন কল্পনা করতে পারেননি যে তার সামনে পরাজয় অপেক্ষা করছে, ঠিক তেমনি নেতানিয়াহুকেও একইরকম পরিণতি ভোগ করতে হবে।’