গাজায় ইসরায়েলি হামলায় ৫২ শিশুসহ নিহত ১০৯
দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় হামলা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরই অবরুদ্ধ উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, গত ১২ ঘণ্টায় দখলদারদের হামলায় ১০৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ৫২ শিশু, ২৩ নারী, চারজন প্রবীণ ব্যক্তি এবং সাতজন প্রতিবন্ধী।
অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ‘গাজা পট্টের নাগরিকদের বিরুদ্ধে চলমান অপরাধ ঢাকতে এবং সত্য বিকৃত করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও কল্পিত বিবৃতি প্রচার করছে।’
তারা উল্লেখ করেছেন, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় নিহতদের ২৬টি নাম এবং ২১টি ছবি প্রকাশ করেছে। তবে সতর্কভাবে পরীক্ষা করে দেখা গেছে, তালিকায় তিনটি নাম ভুল এবং কিছু কল্পিত নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা প্যালেস্টাইনিয় অফিসিয়াল রেকর্ডে নেই। এছাড়াও কিছু ছবির সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই।
গাজা সরকার আরও জানিয়েছে, ইসরায়েল ‘পরিমাণগত ও স্বতন্ত্রতার নীতির জোরপূর্বক লঙ্ঘন করে হামলা চালাচ্ছে’ এবং বারবার আবাসিক এলাকা, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রকে লক্ষ্য করছে।
সূত্র: আল জাজিরা



























