বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|১৩ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

‘একবিংশ শতাব্দীতে হাসিনার মতো বড় খুনি কেউ নেই’
আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে, রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প! পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
ট্রলারাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
জ্যামাইকা লন্ডভন্ড করে কিউবার দিকে হারিকেন মেলিসা
নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদের জোটের সংবাদটি শতভাগ মিথ্যা: রাশেদ খাঁন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:৫৮, ৩০ অক্টোবর ২০২৫

নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় ডিসি এসপি ইউএনওদের পদায়ন নয়

নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় ডিসি এসপি ইউএনওদের পদায়ন নয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রস্তুতি ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হলেও সাংবাদিকদের সামনে আলোচ্য বিষয়গুলো জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বে তাদের পদায়ন করা হবে না, যারা গত তিনটি নির্বাচনে কাজ করেছেন। ন্যূনতম ভূমিকা থাকা সত্ত্বেও এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না।

তিনি আরও বলেন, পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, শারীরিক যোগ্যতা, কর্মদক্ষতা এবং গণমাধ্যমে অনিয়মের প্রতিবেদন খতিয়ে দেখা হবে। সবচেয়ে সক্ষম কর্মকর্তা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পদায়ন করা হবে। তবে নিজ জেলা বা শ্বশুরবাড়িতে কেউ পদায়ন করা হবে না এবং আত্মীয়স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা, তা নজরে রাখা হবে। এই পদায়ন প্রক্রিয়া ১ নভেম্বর থেকে শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাও সভায় জানিয়েছেন, পুলিশের পদায়নেও একইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৬৪ জেলার এসপির তালিকা প্রস্তুত করা হয়েছে, যোগ করেন প্রেস সচিব।

সম্পর্কিত বিষয়: