জুলাই আন্দোলনের খুনিদের ঠাঁই নেই: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা থাকতে জুলাই আন্দোলনের খুনিদের বাংলাদেশে কোনো স্থান নেই। তিনি বলেন, দেশ যতক্ষণ না সঠিক পথে না আসে, তরুণরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।