শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৫৩, ২২ জুলাই ২০২৫

পুলিশি পাহারায় মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

পুলিশি পাহারায় মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
ছবি: সংগৃহীত

দিনভর উত্তেজনা ও শিক্ষার্থীদের অবরোধের মুখে আটকে থাকার পর মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে পুলিশের পাহারায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ত্যাগ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তারা সকাল সাড়ে ১০টা থেকে কলেজে অবস্থান করছিলেন। বিকেলে একবার বের হতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে হয়। পরে তারা একাডেমিক ভবন-৭-এর দ্বিতীয় তলায় আশ্রয় নেন।

শিক্ষার্থীরা মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ শুরু করলে উপদেষ্টাদের ঘিরে রাখে। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সন্ধ্যার দিকে পুলিশের উপস্থিতি বাড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা নিরাপদে কলেজ ছাড়েন। তাঁদের গাড়িবহর দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর দিক দিয়ে চলে যায়।

এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে দিয়াবাড়ি এলাকায় জমায়েত ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়।