গাজীপুরে মেলায় নাগরদোলা হেলে পড়ে আহত ৫

গাজীপুরের শিমুলতলীতে অনুমতিহীন এক মেলায় চলন্ত নাগরদোলা হেলে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসব্যাপী আয়োজিত মেলায় বিকেল ৫টার দিকে প্রায় ২৫-৩০ জন দর্শনার্থী নাগরদোলায় চড়েন। এসময় হঠাৎ যান্ত্রিক ভারসাম্য হারিয়ে সেটি হেলে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। তবে দুর্ঘটনার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আহতদের দ্রুত অজ্ঞাত স্থানে সরিয়ে নেয় মেলা কর্তৃপক্ষ। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদ বলেন, 'বালুর ওপর এ ধরনের বড় নাগরদোলা বসানো নিরাপদ নয়। নিচে বালু ডেবে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে।'
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুর হাসান জানান, 'মেলার অনুমতির জন্য পুলিশকে কেউ আবেদন করেনি। তাই পুলিশ কোনো অনুমতিও দেয়নি। এবং নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক বরাবরও মেলার অনুমতির আবেদন করা হয়নি।'
তবে আয়োজকদের একজন মাহমুদ দাবি করেন, মেলার অনুমতি দিয়েছে সেনাবাহিনী। কিন্তু গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী অফিসার আবুজর গিফারী জানান, তাদেরকে কেবল জানানো হয়েছিল। তবে কোনো অনুমতি দেওয়া হয়নি।