বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫৬, ১ অক্টোবর ২০২৫

পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানী

পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানী
ছবি: সদ্য সংবাদ

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নেত্রকোনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নেতা এটিএম আব্দুল বারী ড্যানী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ছাড়াও বারহাট্টা উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, 'শারদীয় দুর্গোৎসব বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহোৎসব। বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। আমরা চাই এই উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।'

স্থানীয় নেতাকর্মীরাও জানান, প্রতি বছর পূজা উপলক্ষে নেতারা মণ্ডপ পরিদর্শনে আসেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।

পরিদর্শন শেষে পূজা মণ্ডপের আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।