বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

গোসাইরহাটে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

গোসাইরহাটে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা বিএনপির সদস্য ফরম বিতরণ এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে এ কর্মসূচি পালন করা হয়।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে. এম. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আশাদুজ্জামান পলাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি টি. আই. এম. মহিতুল গনি মিন্টু সরদার। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সুবাহান স্বপন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মী।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী ও আক্তার হোসেন নান্টু খান, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান গোলাম মোস্তফা ও দেলোয়ার হোসেন শিকারীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপির কমিটির সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আর যদি বিএনপির কেউ আওয়ামী লীগের দোসরদের সদস্য করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া বেপারী ও মহসিনকে সদস্য করা হয়।

সর্বশেষ