বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে জামায়াত নেতা বহিষ্কার

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে জামায়াত নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার জামায়াতের আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামি। মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় দলটি। একই সঙ্গে বাতিল করা হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তাঁর দলীয় মনোনয়নও।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

তিনি বলেন, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনার পর তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া প্রতিবেদনে তাঁর নৈতিক স্খলন স্পষ্টভাবে প্রমাণিত হয়।

আবদুর রাকিব আরও জানান, মোনায়েম কিছুটা প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার হয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে। বিশেষ করে ওই মাদরাসার শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ও প্রতিবেদনে উল্লেখ আছে। তবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তিনি স্পষ্ট করে জানান, এখন থেকে জামায়াত ইসলামের সঙ্গে মোনায়েম হোসাইনের আর কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ