রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৯ জুলাই ২০২৫

ইয়েমেন ফাঁসি কার্যকর করতে যাচ্ছে ভারতীয় নার্স প্রিয়ার

ইয়েমেন ফাঁসি কার্যকর করতে যাচ্ছে ভারতীয় নার্স প্রিয়ার

ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি আগামী ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

কেরালার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সালে পেশাগত কারণে ইয়েমেন যান এবং বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজেই একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে স্থানীয় নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হন, কারণ দেশটির নিয়ম অনুযায়ী বিদেশিদের ব্যবসা শুরু করতে হলে স্থানীয় কাউকে অংশীদার করতে হয়।

পরবর্তীতে প্রিয়া ও মাহদির মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তিনি মাহদির বিরুদ্ধে অভিযোগ করেন। ২০১৬ সালে মাহদিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি ছাড়া পান। এরপরও মাহদি তাকে হুমকি দিয়ে যাচ্ছিলেন বলে প্রিয়ার পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, নিজের পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে মাহদিকে ঘুমের ওষুধ ইনজেকশন দেন প্রিয়া, তবে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগের ফলে মাহদির মৃত্যু হয়। দেশ ছাড়ার চেষ্টা করার সময় প্রিয়াকে আটক করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

ইয়েমেনের প্রেসিডেন্ট ২০২৩ সালে তার মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ