রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৮, ১৬ নভেম্বর ২০২৫

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্রযন্ত্রে মৌলিক সংস্কার ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, একদলীয় আধিপত্য ও ব্যর্থ প্রশাসনিক কাঠামোর কারণে কৃষকসহ সাধারণ মানুষের সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।

শনিবার (১৫ নভেম্বর) ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) কনফারেন্স হলে ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, 'রাষ্ট্র বদলালেই কৃষকের ভাগ্য বদলাবে। রাষ্ট্রযন্ত্রে মৌলিক পরিবর্তন ছাড়া কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব নয়।'

তিনি বলেন, 'বাংলাদেশের উর্বর জমি ও সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষকরা আজও ন্যায্য মূল্যের জন্য লড়াই করছেন। নীতিনির্ধারকেরা কৃষিবিদদের পরামর্শকে গুরুত্ব না দেওয়ায় কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য বাজারে প্রতিফলিত হয় না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন, উদ্যোক্তারা বাধার মুখে পড়েন।'

এনসিপির এই নেতা অভিযোগ করেন, অতীতের সরকারগুলো কৃষকের উন্নয়ন নিয়ে প্রচারণা চালালেও বাস্তবে অনেক কৃষক ঋণের ফাঁদে পড়ে দারিদ্র্যে নিমজ্জিত হয়েছেন। কেউ কেউ আত্মহত্যার মতো চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অপরদিকে, কিছু সুবিধাভোগী গোষ্ঠী দেশের অর্থ পাচার করে সমৃদ্ধ হয়েছে।

দুই প্রধান রাজনৈতিক দলকে কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'এক দল ন্যায্য মূল্য নিয়ে কথা বললেও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবি তোলে না, আরেক দল কৃষকের বাস্তব সমস্যাকে তুচ্ছ করে দেখে। অথচ ন্যায্য দাম এবং রাষ্ট্রীয় সংস্কার, দুটোই এখন জরুরি।'

সদ্য সংবাদ/এমটি