এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, 'আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশের ইতিহাসে আর কারও হয়নি।' ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবার জনসমক্ষে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) নেত্রকোনা-৪ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।
বাবর বলেন, 'আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। এই ঋণ আমি কোনোদিন ভুলব না। পাশাপাশি আমার দল, আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই।'
গণসংযোগে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী গণসংযোগে তিনি বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইলবাড়ী মোড়সহ একাধিক স্থানে পথসভা ও মতবিনিময় করেন।
সদ্য সংবাদ/এমটি



























